তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় কামনা মন্ডল (৪০) নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্ন ধরনরে
আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় থানায় সাধারণ ডায়রেী হয়েছে।
শনিবার (৭ জানুয়ারী) সকালে তালা উপজলোর মেশারডাঙ্গা গ্রামের পরিতোষ মন্ডলের ছেলে
কামনাশীষ মন্ডল এ সাধারণ ডায়েরী করেন। যার নং ২০৮, তারিখ ৭/১/১৭ ইং।
কামনাশীষ তার সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, কামনা মন্ডল নামে তার একটি ফেসবুক
আইডি ছিলো। গত দুই বছর ধরে তিনি আইডি চালান না। হঠাৎ (৬ জানুয়ারী ২০১৭)
তার বন্ধু বিশ্বজিৎ ব্যার্নাজী তাকে জানায়, ‘তোর আইডি থেকে আজে-বাজে পোষ্ট
করা হচ্ছে।’ তাৎক্ষনকি ভাবে তিনি আইডিতে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু আইডির
পাশওর্য়াড ভুল দেখায় । পরে তিনি জানতে পারেন তার আইডি ব্যবহার করে কে বা কারা
বাজে ও আপত্তকির স্ট্যাটাস দিচ্ছে ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান জানান, কামনাশীষ
তার কাছে পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলেন। বিষয়টি নিয়ে তালা থানায় একটি
সাধারণ ডায়েরী হয়েছে।