রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি
পদে মোরশেদুল আমিন (বাবু),সাধারন সম্পাদক পদে রাকিবুল হাসান শান্তকে
অনুমোদন দেয়। জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুনবী সহেল ও
সাধারন সম্পাদক রাকিবুল হোসেন লোটাসের স্বাক্ষরিত শনিবার প্রেস
বিজ্ঞপ্তির মাধ্যমে অত্র কমিটি ঘোষনা করে। নবাগত ছাত্রলীগের কমিটির
সভাপতি মোরশেদুল আমিন বাবু জানান বাংলাদেশ আ’লীগের সহযোগী
সংগঠনের মধ্যে ছাত্রলীগ নবীন সংগঠন। নবীন সংগঠনের নেতৃত্বে নম্ধসঢ়;্র,ভদ্র
ইমেজ হিসেবে তিনি সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার আশ্বস্থ করে।
পূনাঙ্গ কমিটিতে ছাত্র আছে এমন ত্যাগী ছাত্রদের প্রাধান্য দেওয়ার কথা
জানান।