গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তার ৬ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।
রোববার সকালে গাইবান্ধার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালতে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ৬ জন হলেন সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের ফরিদ মিয়া (৭০), নিচপাড়া গ্রামের সামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের হজরত আলী (৪৪) ও পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার (৪৫)।
জেলার ১ আসনের এমপি হত্যা ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জামায়াত-শিবিরের এ ৬ নেতাকর্মীকে গেলো শনিবার গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, লিটন হত্যায় সংশ্লিষ্টতা আছে কি না, সেজন্য জিজ্ঞাসাবাদ করতে ৬ জনের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেছেন। এ ৬ জনের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তারা জামায়াত-শিবিরের নেতাকর্মী।
গেলো ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম।