সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এই
পতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে ১১টি উপজেলায় ৩দিন ব্যাপী
উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের
উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় এক বর্ণ্যাট্য র্যালী
অনুষ্টিত হয়। র্যালীটি সরকারী জুবলী উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে
জেলার বিভিন্ন গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষিন করে সরকারী জুবলী
উচ্চ বিদ্যালয় মাঠে মেলায় গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহন
করেন,সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনের এমপি পীর ফজলুর
রহমান মিসবাহ,পৌর মেয়র আয়ুব বখত জগলুল,জেলা প্রশাসক শেখ
রফিকুল ইসলামস,পুলিশ সুপার হারুন নর রশিদ,জেলা সিভিল
সার্জন,বিভিন্ন কলেজের অর্ধ্যাক্ষ,স্থানীয় সরকারে
জনপ্রতিনিধি জেলা প্রশাসনের সকল স্থরের কর্মকতা
কর্মচারীগন। মেলায় ৮৭টি ষ্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল
১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।