ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নিতলায় (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নিতলায় “শেখ হাসিনার
দর্শন-সব মানুষের উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭
উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে
উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে
নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এর পর বিকেল ৩টায় উপজেলা
পরিষদ চত্বর মাঠে নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত ছিলেন- উপজেলা
আ.লীগ সভাপতি ইছাহাক হোসেন, আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ,
আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী ও পিজুয কুমার দাস, সাধারণ সম্পাদক আব্দুল
গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল
ইসলাম, থানা ওসি আজিম উদ্দীন, নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন, নজিপুর
পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু ও সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, উপজেলা আ.লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ
(অরুণ), মহিলা আ.লীগের নেত্রী ফাতেমা জিন্নাহ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর
প্রেস সহ-সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সিয়াম সাহরিয়া সহ উপজেলা বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।