নরসিংদী প্রতিবেদকঃ
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খান খোকন ও তাঁর স্ত্রী দলের স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা নরসিংদীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।
আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে বিএনপির এই দুই নেতাকে বহনকারী প্রাইভেটকারটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর মাধবদীর ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা। তিনি আরো বলেন, ‘দুজনেই মাথা ও কানের কাছে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই তাঁদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এ দিকে রাত সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘খোকন ও শিরিন একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে নরসিংদী থেকে ঢাকায় ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে গাড়িটি খুব ক্ষতিগ্রস্ত হয়। দুজনই আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখনো তাঁরা পথে রয়েছেন।’
হাসপাতালে নিয়ে আসার পর জানা যাবে তাঁরা কতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান শায়রুল কবীর খান।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খায়রুল কবীর খান খোকন নরসিংদী জেলা বিএনপিরও সভাপতি।