অনলাইন ডেস্কঃ
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি চিঠির মাধ্যমে গাঙ্গুলীকে ওই হত্যার হুমকি দেওয়া হয়।
আজ সোমবার পুলিশের কাছে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন সৌরভ গাঙ্গুলী। গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার ওই চিঠি সৌরভ গাঙ্গুলীর বাড়িতে আসে।
সংবাদ সূত্রে জানা যায়, আলী নামের কোনো এক ব্যক্তি সৌরভের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেন। কুরিয়ারের মাধ্যমে ওই চিঠিটি আসে তাঁর বাড়িতে।
আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ওই ক্রিকেট তারকার। চিঠির মাধ্যমে ওই অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীকে যেতে নিষেধ করা হয়। কুরিয়ার করে ওই হুমকির চিঠি সৌরভের বাড়িতে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘যদি বাঁচতে চান, পশ্চিম মেদিনীপুরে আসবেন না। পশ্চিম মেদিনীপুর গেলে আর বাড়ি ফিরে আসতে হবে না।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়েছি। এরপর পশ্চিম মেদিনীপুর যাব কি না, এখনো ঠিক করিনি।’
এদিকে নিজের বাড়িতে এই ধরনের হুমকির চিঠি পাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গাঙ্গুলীর স্বজনদের মধ্যে।