আন্তর্জাতিক ঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়ের জামাই জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার স্বামী।
আবাসন ব্যবসায়ী কুশনার এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে সময় ট্রাম্প তাঁর জামাতাকে ‘অসাধারণ সম্পদ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং তিনি কুশনারকে ‘মূল নেতৃত্বে ভূমিকা’ রাখার যোগ্য হিসেবে মন্তব্য করেছিলেন।
হোয়াইট হাউসে নতুন দায়িত্ব হিসেবে কুশনার তাঁর শ্বশুর ট্রাম্পকে রাষ্ট্রীয় এবং বৈদেশিক নীতিনির্ধারণের বিষয়ে উপদেশ দেবেন।
এদিকে, ট্রাম্পের নিজের জামাতাকে হোয়াইট হাউসে নিয়োগের বিষয়টি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে ডেমোক্র্যাট শিবির। তাঁদের দাবি, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্টের কোনো নিকটাত্মীয় হোয়াইট হাউসে নিয়োগ পেতে পারেন না। এ ছাড়া ট্রাম্পের জামাতা তাঁর নিজের ব্যবসা থেকে লভ্যাংশ ভোগকারী। আর দেশটির ‘ফেডারেল এথিকস আইন’ অনুসারে এটি সাংঘর্ষিক।
এ ব্যাপারে ডেমোক্র্যাটরা দেশটির আইন ও বিচার বিভাগ এবং বিচারিক কমিটিকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।