স্পোর্টস ডেস্ক :
২০১৬ সালটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা তো এর আগেও জিতেছেন। কিন্তু এবার সেটার পাশাপাশি জাতীয় দল পর্তুগালের হয়েও জিতেছেন ইউরো কাপের শিরোপা। দলীয় অর্জনের পাশাপাশি সমৃদ্ধ হয়েছে রোনালদোর ব্যক্তিগত ট্রফিকেসও। ২০১৬ সালের ব্যালন ডি’অরের পর পর্তুগিজ এই তারকার মুকুটে যোগ হয়েছে আরো একটি পালক। এবার তিনি জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একীভূত হয়ে ছিল ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার। তখন সেটাকে ডাকা হতো ফিফা ব্যালন ডি’অর। কিন্তু এ বছর থেকে আবার আলাদাভাবে বর্ষসেরার পুরস্কার দেওয়া শুরু করেছে ফিফা ও ফ্রান্স ফুটবল। সেই ব্যালড ডি’অরটা গত বছরের ডিসেম্বরেই হাতে তুলেছিলেন রোনালদো। এবার জিতে নিলেন ফিফার বর্ষসেরা ফুটবলের পুরস্কারটাও।
এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে রোনালদো পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও অ্যান্তোনিও গ্রিজম্যানকে। মোট ৩৪.৫ শতাংশ ভোট পেয়ে রোনালদো জিতেছেন ফিফার এই নতুন ট্রফি। আর মেসি পেয়েছেন ২৬.৪ শতাংশ ভোট। গত বছরটাই যে তাঁর ক্যারিয়ারের সেরা সময়, সেটা স্বীকারও করে নিয়েছেন রোনালদো। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে পুরস্কার নেওয়ার পর তিনি বলেছেন, ‘২০১৬ সালটা আমার ক্যারিয়ারের সেরা বছর।’
২০১৬ সালে নিচের সারির ক্লাব লিস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ক্লদিও রানিয়েরি। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার উঠেছে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার কার্লি লয়েডের হাতে।