নিজস্ব প্রতিবেদক:
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করেছে আওয়ামী লীগ।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
অনুভূতি জানতে চাইলে মুকুল বোস বলেন, ‘আমাকে সদস্য মনোনীত করায় আমি দলের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
২০০৭ সালে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পাওয়া মুকুল বোস ২০০৯ সালের সম্মেলনে দল থেকে বাদ পড়েন। সর্বশেষ ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনের প্রায় আড়াই মাস পর তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করলেন সভাপতি শেখ হাসিনা।