ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিজ
উদ্যোগে রাস্তা সংস্কার করেছেন স্থানীয়রা। বুধবার সকালে ওই
উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার গ্রামে এ সংস্কার কাজ করা
হয়।
এলাকাবাসী জানায়, বর্ষার সময় খামার গ্রামের মাথাপাড়া
এলাকায় প্রায় ৮ ফিট রাস্তা ভেঙ্গে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি
এ অবস্থায় থাকলে কেউ কোন ব্যবস্থা নেয়নি। বুধবার জেলা
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম
টুলুর নির্দেশনায় শামীম রেজা, জিন্নাহ, মাইনুল, সাদ্দাম ও দাউত
এ রাস্তা নিজ উদ্যোগে মাটি ভরাট করে সংস্কার করেন।