অনলাইন ডেস্কঃ
জাতীয়তাবাদীগণতান্ত্রিক আন্দোলন (এন ডি এম) গতকাল, বুধবার (১১ জানুয়ারী, ২০১৭) জাতীয়তাবাদি গণতান্ত্রিক আন্দোলন
(এনডিএম)-এর মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে দলের নীতি-
নির্ধারণী এক জরুরী বৈঠক অনুষ্ঠিতহয়েছে। এতে এনডিএম-এর কেন্দ্রীয় ও জেলা-
উপজেলা কমিটিগঠন, তৃণমূলের কর্মীসভা এবং জেলা-উপজেলা পর্যায়ে দলীয়
চেয়ারম্যানের সফর কর্মসূচী নিয়ে আলোচনা হয়। বৈঠকে দলের মহাসচিব এটিএম
গোলাম মাওলা চৌধুরীসহ ফোরামের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান নিম্মে
উল্লেখিত কেন্দ্রীয় কমিটির ১৬টি পদে নাম ঘোষণা করেন।
১. এনায়েত করিব, ভাইস-চেয়ারম্যান
২. আবু সৈয়দ, ভাইস-চেয়ারম্যান
৩. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যুগ্ম মহাসচিব
৪. লাকি হুসাইন, যুগ্ম মহাসচিব
৫. সৈয়দা সাদিয়া মেহ্ধসঢ়;জাবীন, সাংগঠনিক সম্পাদক
৬. এ. টি. এম মমতাজুল করিম, সাংগঠনিক সম্পাদক
৭. নিজাম মোহাম্মদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক
৮. আমিরুল ইসলাম (নয়নমুরাদ), প্রচার ও প্রকাশনা বিষয়কসম্পাদক
৯. নুরুল কাদের চৌধুরী, সমবায় বিষয়ক সম্পাদক
১০. নুরুজ্জামান হিরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক
১১. জহিরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক
১২. হারুন-অর- রশিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক
১৩. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম শ্রমবিষয়ক সম্পাদক
১৪. মাওলানা নুরুল কাদের সিদ্দিকী, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক
১৫. খালিদ ইমতিয়াজ রহমান, যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক
১৬. এস কে. সিয়াম আলী, নির্বাহীসদস্য
বেঠক শেষে দলের মহাসচিবজানান, দলীয়কর্মকা-, পেশা ও সামাজিক মর্যাদা এবং
রাজনৈতিক দক্ষতা বিবেচনায় উল্লেখিতদের কেন্দ্রীয় কমিটির যোগ্যতম পদ-পদবীতে
অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত দিয়েছেন এনডিএম-এর মাননীয় চেয়ারম্যান, তারুণ্যেও
অহংকার ববি হাজ্জাজ।
এদিকে দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে “স্বপ্নের
দেশ”-এর ক্যাম্পেইন ম্যানেজার মোমিনুল আমিন কে।