নিজস্ব সংবাদদাতাঃ
রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকালে ছোট দিয়াবাড়ি পানির পাম্পসংলগ্ন ওই বাসা থেকে ছেলে-মেয়ের গলাকাটা এবং নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এই তিনজন হলেন আনিকা (২০), শিশু আবদুল্লাহ (৩) ও শামীমা (৫)।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (দারুস সালাম জোন) মামুন মোস্তাফা বলেন, দুই শিশুর মরদেহ বিছানার ওপর এবং মায়ের মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আনিকার স্বামীর নাম শামীম হোসেন। স্বামী-স্ত্রী দুই সন্তানসহ দিয়াবাড়ির ওই ভাড়া বাসায় থাকতেন। যে ঘরে লাশ পাওয়া গেছে তা ভেতর থেকে তালাবদ্ধ ছিল।
শামীম দিয়াবাড়ি এলাকার এক সেলুনে কাজ করেন এবং তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে বলে তিনি জানান।