অনলাইন ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার মামলা নিয়ে করা প্রধানমন্ত্রীর মন্তব্যেই বোঝা যায় ওই মামলার রায় কী হবে।
আজ বুধবার চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনি এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান। একটি মিথ্যা মামলা হয়েছে। সেই মামলার অনুসন্ধান হয়েছে। অনুসন্ধানের পর সেটার বিচার চলছে। আপনি ইতিমধ্যে অনুসন্ধানও করে ফেলেছেন। অর্থাৎ অভিযুক্ত করেছেন। বলেও দিয়েছেন চুরি করেছে। প্রয়োজন আছে বিচারকের রায় দেওয়ার? যখন এক্সিকিউটিভ চিফ কিছু বলে ফেলেন সে মামলা কোন দিকে যাবে তা আমরা সহজেই বুঝতে পারি।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখন শেষ পর্যন্ত তিনি কী করবেন তার ওপর নির্ভর করছে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করা, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন করা। একটি দল তথাকথিত উন্নয়নের কথা বলে লুটপাট চালাবে আর সে উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে ধাক্কা মেরে ফেলে নেবে এটা এ দেশের মানুষ কখনো মেনে নেবে না।’
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আপনি এতিমের টাকা চুরি করে খেয়েছেন, কোর্টে হাজিরা দিতে যান। একদিন যান, ১০ দিন যান না, ব্যাপারটা কি? কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ।’