দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে গতকাল বৃহস্পতিবার মঞ্জুরুল
ইসলাম (২৫) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও কামরুজ্জামান (২৮) কে এক
হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
কারাদন্ডপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম উপজেলার পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের
রাজু মিয়ার ছেলে এবং কামরুজ্জামান উপজেলার কাজিহাল ইউনিয়নের পারুইল
গ্রামের মোজাফ্ধসঢ়;ফর হোসেনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, গত বুধবার
সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. এহেতেশাম রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার
তেঁতুলিয়া জিয়ার মিল এলাকা থেকে মঞ্জুরুল ইসলামকে এবং উপজেলার
কাজিহাল ইউনিয়নের পারুইল গ্রাম থেকে কামরুজ্জামানকে মাদক সেবনরত
অবস্থায় আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালত ওই দুই মাদকসেবীকে
উপরোক্ত সাজা প্রদান করলে মঞ্জুরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।