নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, দেশের কোনো নাগরিক মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কমিশনের সেই এখতিয়ার নেই।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিয়াজুল।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বিদ্যমান আইনে কমিশনকে আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের সুযোগ রাখা হয়নি। তিনি বলেন, ২০১৬ সালে গোটা বিশ্বেই মানবাধিকার পরিস্থিতি ভালো ছিল না। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্ব পরিস্থিতি থেকে আলাদা নয়।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের নিজস্ব কোনো জায়গা ও ভবন নেই। লোকবলও অপ্রতুল। এ অবস্থায় ১৬ কোটি মানুষের মানবাধিকার রক্ষায় এ কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
অর্থমন্ত্রীর কাছে কমিশনের জন্য নিজস্ব ভবন ও আরো লোকবল নিয়োগের দাবি করেছেন বলে সাংবাদিকদের জানান রিয়াজুল।
রোহিঙ্গাদের মানবাধিকার প্রসঙ্গে কাজী রিয়াজুল হক বলেন, তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।