শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে সড়ক দূঘটনায় ৬মাসের এক শিশুসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু
হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নড়াইল – মাগুরা সড়কের
ময়েনখোলা নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে
শিশু ও মহিলাসহ কমপক্ষে ২২জন আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে
ভর্তির পর পঞ্চানন কুমার মজুমদার ওরফে পংকজ (৬২) ও ৬মাসের শিশু আরাফাত
হোসেন মারা যায়। নিহত পঞ্চানন নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া
গ্রামে এবং শিশু আরাফাতের বাড়ি একই উপজেলার কালিশংকরপুর গ্রামে।
নড়াইল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সস্পাদক ছাদেক
আহম্মেদ খান জানান, সড়কটিতে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হওয়ায়
গাড়িটির স্প্রিংপাতি ভেঙ্গে দূর্ঘটনায় পতিত হয়েছে।
এ ব্যপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন থানায় মামলা দায়ের
করা হয়েছে।পুলিশ দূর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে।বাসের চালক ও
হেলপার পালিয়ে গেছে।