মোঃ আরিফ দিনাজপুর সদর প্রতিনিধিঃ
জানা যায়, ওই দিন বিকেলে খোকন মোটরসাইকেলে করে পাঁচবাড়ি থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে চুনিয়াপাড়ায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। এতে খোকন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।