সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে নুরু
মিয়া ও কনকন তালুকদার গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ
অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুত্ব আহতদের মধ্যে দু-পক্ষের এরশাদ
মিয়া (৩০),আলীশাদ (২৭),আজিদনুর (৩০),লায়েস
নুুর(৪০),শাহমুজ্জামান(৪২) সহ ৬জনকে সুনামগঞ্জ সদর
হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে
জানাযায়,আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার উত্তর
শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের হিরা মিয়া (৪০) ও কনকন
তালুকদারের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি ও
হাতাহাতি হয়। এর পর পরেই দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে
সংর্ঘষে জরিয়ে পরে। প্রায় ঘন্টা খানের সংঘর্ষে নুরু গ্রুপের
আলী রেজা (৩০),দিলশাদ মিয়া(৩০),জয়শাদ (৩২),ডালিম
(৩২),জুলহাস নূর (৩৫)সহ ১৪জন ও কনকন গ্রুপের লোকমান
হেকিম (৫০),হিরা মিয়া (৩৫),জাকির হোসেন (২০),জুমা
বেগম(২৪),রনি (১৬) সহ ১৩জন কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রথমিক চিকিৎসা
দেওয়া হয়েছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান,সংঘর্ষের খবর পাওয়ার পরেই পুলিশ
পাঠিয়ে সংর্ঘষ নিয়ন্ত্রনে আনা হয়েছে। এখন এলাকার পরিবেশ
এখন শান্ত আছে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসে নি।
আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।