ঝালকাঠি সংবাদদাতাঃ– ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় এক
মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই
মোটর সাইকেলের অপর আরেক আরোহী। নিহত মেহেদী হাসান
সুমন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউপির দেউরি
গ্রামের মতিন হাওলাদারের ছেলে। আহত অপর যুবক হাসান তালুকদার
রাজাপুর উপজেলার দেউলকাঠি গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।
তারা দুজনেই মোবাইল কোম্পানি রবির বিক্রয় প্রতিনিধি।
জেলার রাজপুর উপজেলার বাড়ই বাড়ি নামক স্থানের ঝালকাঠি-খুলনা
মহাসড়কে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে
কি ভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা পুলিশ ও নিহতের স্বজনরা
তাৎক্ষনিক ভাবে জানাতে পারেনি।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ওই দুই যুবক রবি কোম্পানির
বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে চাকরিরত। কোম্পানির
মোটর সাইকেল চালিয়ে কাজ শেষে রাতে তাদের ঝালকাঠি শহরে
আসার কথাছিল। কিন্তু বাড়ইবাড়ি নামক স্থানে গুরুতর আহত
অবস্থায় পড়ে থাকতে দেখে এক পিক-আপ ভ্যান চালক তাদের উদ্ধার
করে রাতে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময়
কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর
আহত হাসান তালুকদার নামের অপর যুবককে বরিশাল শের-ই বাংলা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিভাবে এ
দুর্ঘটনা হয়েছে তা তাৎক্ষনিক পুলিশ ও নিহতের স্বজনা জানাতে
পারেনি। কোন রাতের কুয়াশায় কোন যানবাহনের সাথে সংঘর্ষে
এ দুর্ঘটনা ঘটেতে পারে বলে ধানার করা হচ্ছে