শেখ হাসিনার নির্দেশ, দেশের কোথাও আর রাস্তা দখল করে সভা-সমাবেশ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল।
ওবায়দুল বলেন, আগামীতে র্যালি, মিছিলের মতো কর্মসূচি ছুটির দিনে করা যায় কি না, তা-ও ভাবছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির সাধারণ সমর্থকরা খুশি। তবে কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকা বিএনপি নেতারা হতাশ। তাঁরা খুশি হতে পারেননি।
ওবায়দুল বলেন, দেশ সংকটে নেই, সংকটে আছে বিএনপি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংবিধান হলো সমাধান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।