বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা
সাংবাদিক রিয়াছত আলীর মৃত্যুতে প্রেস ক্লাবের আয়োজনে এক শোক সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি
মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে শোক সভায় সাংবাদিক রিয়াছতের জীবনের ওপর
আলোকপাত করা হয়। এসময় বক্তব্য প্রদানকালে সংবাদকর্মীরা সকলেই
আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। সভায় সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম
মাসুমের পরিচালনায় বক্তব্য দেন সাংবাদিক রিয়াছতের পুত্র শহিদুল ইসলাম ও
মিজানুর রহমান, প্রেস ক্লাব উপদেষ্টা মাহাতাব আলী, সহ-সভাপতি মিজানুর
রহমানসহ সকল সাংবাদিকবৃন্দ। পরে বাদ জুম্মা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে
রিয়াছতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রিয়াছত
আলী (৭৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জানুয়ারী
সোমবার দুপুরে রহিমানপুরস্থ নিজ বাড়িতে মারা যান।