সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সিলেট বিভাগের দুটি সংঘটন
দ্রুব তারা সাহিত্য ও সেতু বন্ধন সামাজিক পরিষদের উদ্যোগে
টাংগুয়ার হাওরে বার্ষিক বনভোজন অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত
বনভোজনে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছালামের সভাপতিত্বে
ও সিলেট সেতু বন্ধন সামাজিক পরিষদের সভাপতি কামাল
আহমেদের পরিচালানায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কবি
মোস্তফা কামাল চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য
রাখেন,দাড়াও প্রথিক গ্রন্ত্রের লেখক ও কলামিষ্ট সাদেক
আহমদ,সিলেট গনদাবী পরিষদের সভাপতি এমএ ওয়াদুদ,সিলেট
কবি সংঘটনের সভাপতি মোস্তাফিজুর রহমান,দ্রুব তারা
সাহিত্য পরিষদের সভাপতি কবি লায়েক আহমেদ মাসুম,সেতু বন্ধন
সামাজিক সাংস্কৃতিক পরিষদের সভাপতি কামাল আহমদ,দ্রুব
তারা সাহিত্য সম্পাদিকা লুৎতফা বেগম লিলি,জাগ্রত কল্যান
পরিষদের সভাপিত কবি মোঃ শহীদ মিয়া,সিলেট গাঙ্গচিল
সংঘটনের সভাপতি আব্দুল ওয়াদুদ, ইয়াহিয়া চৌধুরী আদর্শ উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির মিয়া,আতিকুল ইসলাম,সৈয়দ
মোজাম্মিল হোসেন প্রমুখ। অনুষ্টিত বনভোজনে দুটি
সংঘটনের প্রধান,কবি সাহিত্যিক,ছড়াকার,গল্পকার,শিক্ষাবিধ
গন অংশ গ্রহন করেন। এ দুটি সংঘটনের উদ্যোগে সম্মানা ক্রেষ্ট
প্রদান ও বাংলাদেশ কি ডুবে যাবে সহ কয়েকটি বইয়ের মোড়ক
উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন
করেন,সুজিনা,সারজিনা,সুমিনা,মারজানা,ফাতেমা আহদম
তুলি প্রমুখ।