সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সর্বস্তরের জনগণ মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লাঠি
মিছিল করেছে। প্রতিহত ও মাদক ব্যবসায়ীদের নানা অত্যাচার নির্যাতন, সন্ত্রাসী
কর্মকান্ড ও ওপেনে মাদক বিক্রির কারণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসি শহরে এ মানববন্ধন ও
লাঠি মিছিল করে। শাহজাদপুরে কর্মরত সাংবাদিক এবং মাদক ও সন্ত্রাস বিরোধী
জোট এ কর্মসূচীর আয়োজন করে। সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবুল বাশারের
বাড়িতে হামলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকরা এর প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত
গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের
কর্মসূচি হাতে নেয়। এ কর্মসূচিতে শাহজাদপুরের সর্বস্তরের জনগণ শতস্ফুর্ত
অংশ নিলে তা বিক্ষোভে রূপ নেয়। পরে তারা শহরে লাটি মিছিল বের করে। মিছিল
পরবর্তী মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকার ও
তার সন্ত্রাসী বাহিনীর সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূরক শাস্তি প্রদানের
দাবী জানিয়ে বক্তব্য রাখেন, শাহজাদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
প্রফেসর আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা,
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান
শফি, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেন, বাসদ নেতা
এড. মতিয়ার রহমান, সাংবাদিক কবীর আজমল বিপুল, আবুল কাশেম, আব্দুল হাকিম
শিমুল, হাসানুজ্জামান তুহিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান
খান মনি, সাংবাদিক শফিকুল ইসলাম ফারুক, আল আমিন হোসেন, মামুন রানা,
শামছুর রহমান শিশির, পত্রিকা এজেন্ট সন্তোষ কুমার সাহা, সম্মিলিত
সাংস্কৃতিক জোট নেতা কোরবান আলী লাভলু প্রমূখ। বক্তারা বলেন, শাহজাদপুর
সরকারি কলেজ সংলগ্ন পৌর মার্কেটে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার দায়ে ৪ বছরের
সাজা প্রাপ্ত মাদক ব্যবসায়ী মানিক সরকার ও তার পিতা রতন সরকার মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে সম্পূর্ণ
অবৈধভাবে দেশী-বিদেশী মদ, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ নানা ধরণের মাদক
দ্রব্য বিক্রি করে আসছে। এই পিতা-পুত্র পৌর সদরের ১০টি পয়েন্টসহ উপজেলার
বিভিন্ন স্থানের প্রায় অর্ধ শতাধিক স্থানে ভ্রাম্যমান প্রতিনিধির মাধ্যমে মাদক
দ্রব্য বিক্রি করছে। ফলে শাহজাদপুরের স্কুল-কলেজগামী ছাত্র ছাত্রীতরুণ কিশোর
ওযুবকেরা এই মাদকের ধ্বংসের মুখে পতিত হয়েছে। মাদকের এই ভয়াবহতা থেকে
এলাকাবাসিকে রক্ষার স্বার্থে প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবী
জানানো হয়েছে।
শাহজাদপুরকে মাদকমুক্ত করতে এ অন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা এ সমাবেশে
ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক
জানান, সাংবাদিক আবুল বাশারের বাড়িতে হামলার ঘটনায় পুলিশ ৫ জনকে
গ্রেফতার করেছে। মানিককে গ্রেফতারের চেষ্টা চলছে। গত ১১ জানুয়ারি বুধবার
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবুল বাশার শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশন
আয়োজিত গণশুনানীতে মাদক দ্রব্য অধিদপ্তরের নানা অনিয়ম, মাদক বিক্রেতা মানিক
অনৈতিক কর্মকান্ড ও মাদক বিরোধী নানা অভিযোগ করেন। এতে মাদক ব্যবসায়ী
মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওইদিন রাতেই মুক্তিযোদ্ধা আবুল বাশারের
বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদী হয়ে মানিকসহ ১৪
জনকে আসামী করে শাহজাদপুর থানায় দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেন। এ
ঘটনার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভে ফেটে পড়ে। এরই অংশ হিসাবে গতকাল
শুক্রবার এলাকাবাসি এ মানববন্ধন ও লাঠি মিছিল কর