মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের মিরকাদিম গ্রীন ওয়েল ফেয়ারের আযোজনে ক্লেমন মোতালেব পাটোয়ারী ক্রিকেট টুর্নামেটের ফাইনাল খেলায় বর্ন ক্রিকেট একাডেমী মিরপুর ৩৪ রানে জয় লাভ করে । বর্ন ক্রিকেট একাডেমী মিরপুর টসে জিতে বেটিং করার সিদ্ধান্ত নেয় তারা ২০ ওভারে মিরপুর বর্ন ক্রিকেট একাডেমী১৮১ টাগেট দেয় , নীট কনসার্ন নারায়নগঞ্জ ১৮২ রানের টার্গেটে খেলতে নেমে ১৪৯ রানে অল আউট হয় । জয়ী ও বিজয়ী খেলোয়ার পুরষ্কার শেষে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরন করে ।গ্রীনওয়েল ফেয়ার ক্রিকেট একাডেমীর লিখন জামান ,রনি খান ,জাকারিয়া খান,রাসেল, সজিব ও শাহদাত সার্বিক তত্ত্বাবধায়নে ও মিডিয়া পার্টনার মুন্সীগঞ্জ টাইমস ,একুশ আমার ও শীর্ষ খবর সহায়তায়, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের প্রধান আকর্ষন মিরকাদিমের মেয়র শহিদুল ইসলাম শাহীন অন্যান্য অতিথি হিসেবে রয়েছে রামপাল ইউনিয়নের চেয়ারম্যন বাচ্চু শেখ , বজ্রযোগনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী , মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিলা কল্পনা , বেতকা ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু শিকদার .মিরকাদিমের কমিশনার সহ বিভিন্ন এলাকার লোকজন উপস্থিত ছিলেন!