নিজস্ব প্রতিবেদকঃ
খাদিজা আক্তার নার্গিসের ঘটনার তিন মাসের মাথায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় আরো এক কলেজছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে বখাটে।
উপজেলার রসুলপুর গ্রামের ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ঝুমা বেগমকে আহত অবস্থায় আজ রোববার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান চৌধুরী।
ওসি আরো জানান, ঝুমাকে কুপিয়েছে একই কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন। এ সময় ঝুমার মা আহত হয়েছেন। ঘটনার পর পরই বাহার পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঝুমা এখন আশঙ্কামুক্ত।
এর আগে গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে (২৩) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছিল ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম। ওই বখাটে এখনো জেলে রয়েছে। সেই সময় এ ঘটনা সারাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
বিকেলে ওসমানী হাসপাতালে আহত ঝুমা বেগম বলেন, বছর দেড়েক ধরে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে নানাভাবে বিরক্ত করে আসছিলেন বাহার উদ্দিন। কিন্তু তিনি বাহারের প্রস্তাবে রাজি না হওয়ায় আজ তাঁর উপর হামলা চালানো হলো। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর মায়ের উপরও হামলা চালানো হয়।
দুপুরে মায়ের সঙ্গে নিজ বাড়ি থেকে স্থানীয় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে বাহার হামলা চালায় বলে জানান ঝুমা।