মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ার উজান-ভাটি হোটেলের সামনে থেকে রবিবার দুপুর ২টার দিকে দেড় হাজার পিস ইয়াবাসহ বাহার (৩২) নামে এক যুবককে আটক করেছে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ। আটক বাহার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হাসেম জানান, রবিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার উজান ভাটি হোটেলের সামনে থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ মো: বাহারকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে