মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে লেখা অসমাপ্ত আত্নজীবনীর চারশত বই বিনামুল্যে বিতরন করা হয়েছে।রবিবার(১৫ই জানুয়ারী) বিকালে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট -মমতাজুল হক আনুষ্ঠানিকভাবে এই বই বিতরন করেন।
নীলফামারী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চারশত বইয়ের মধ্যে ২০০ বই নীলফামারী ছাত্রলীগ ও ২০০ বই জেলা,উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিতরন করা হয়।
বই বিতরণের সময়ে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান, সাবেক জেলা ছাত্রলীগের সফল সাধারন সম্পাদক- ওয়াদুদ রহমান,যুগ্ন সাধারন সম্পাদক-মিলু, বর্তমান নীলফামারী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি-লেমন তালুকদার, সহ-সভাপতি মনিরুল হাসান শাহ আপেল প্রমুখ।
জেলা নেতৃবৃন্দ সুত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের ব্যক্তিগত উদ্যোগেই এই বই বিনামুল্যে বিতরণ করেন তিনি।