প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ
উদ্যোগে গতকাল সোমবার ওপেন হাউস ডে এবং দুস্থ্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র
বিতরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলীর সভাপতিত্বে এবং
ওসি (তদন্ত) মো. আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত ওপেন হাউস ডে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার
(অপরাধ) মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ি সার্কেলের
সহকারি পুলিশ সুপার (এএসপি) আবু হায়দার মো. ফয়জুর রহমান, বিরামপুর
সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) এএসএম হাফিজুর রহমান ও
ফুলবাড়ী উপজেলা পুলিশিং ফোরামের আহবায়ক অধ্যক্ষ মো. মাসুদুর রহমান
মাসুদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্জা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) নূর আলম মির্জা, ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডল, ইউপি
চেয়ারম্যান মো. মানিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ
গুপ্ত অপু, পৌরসভার প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী প্রমূখ।
শেষে আনুষ্ঠানিকভাবে প্রধান ও বিশেষ অতিথিদ্বয় এলাকার শতাধিক দুস্থ্য
শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।