মোঃ আশিকুর রহমান (টুটুল),নাটোর ব্যুরো প্রধান,
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোশাররফ
হোসেন হত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল বের করে উপজেলার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা। মিছিল শেষে
উপজেলা পরিষদ চত্ত্বরের মোহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. ইসমত
হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রভাষক
মোশাররফ হোসেন হত্যার বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের
নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য ফন্টের সভাপতি ও
দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রজ্জাক, সাধারণ সম্পাদক অধ্যাপক
হায়দার আলী, লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষক
সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী, মোমিনপুর মাদ্রাসার
সুপারিনটেনডেন্ট এমআর নাসিম, গোপালপুর বিএম কলেজের অধ্যক্ষ
আকরাম হোসেন প্রমুখ।
সমাবেশ থেকে আগামী ১৭ তারিখ থেকে ৭ দিন ব্যাপী প্রতিদিন ১ ঘন্টা
করে কলম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা মোশাররফ হোসেনের খুনিদের খুজে বের করে ফাঁসির দাবি
করেন।