ক্রীড়া প্রতিবেদকঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মুশফিক-তামিমদের এই হার ক্রিকেটপ্রেমীদের মধ্যে একরকম হতাশা বিরাজ করছে। প্রথম ইনিংসে দারুণ খেলেও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় বাজেভাবে হারতে হয়েছে তাদের। অবশ্য ছেলেদের এই হারের দিনে মেয়েদের সাফল্য কিছুটা হলেও হতাশা ভুলিয়ে দিয়েছে।
সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দল নাটকীয়ভাবে জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ রানে জিতেছে রুমানা-সালমারা।
অথচ এই ম্যাচে বাংলাদেশ জিতবে তা মোটেও ভাবেনি কেউ। কারণ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে ইনিংস গুটিয়ে নেয় তারা। যাতে সর্বোচ্চ দুটি ইনিংস অধিনায়ক রুমানা (২৮) ও ওপেনার শামিনের (২১)।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র ১২৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। স্পিনার খাদিজার ঘূর্ণিতেই মূলত অতিথি দলটির ব্যাটিংয়ে ধস নামে। তিনি ৩৩ রানে চার উইকেট নেন। এ ছাড়া পেসার পান্না ও জাহানারা নেন দুটি করে উইকেট।
সিরিজে এর আগে টানা দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৮৬ ও দ্বিতীয় ম্যাচে ১৭ রানের হেরেছিল স্বাগতিক দল।