জাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট
কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সোমবার বেলা ৩টায়
সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে (বালুর মাঠ)
নাগরিক ঐক্যের ব্যানারে এ সংবর্ধনা দেয়া হয়। আওয়ামী লীগের
জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত
জগলুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রয়াত সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস
সামাদ আজাদের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস
সামাদ ডন,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
রেজাউল করিম শামীম,আওয়ামী লীগ নেতা হাজি আবুল,
অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম,জেলা যুবলীগের আহবায়ক
খায়রুল হুদা চপল প্রমুখ।