স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামে মুখ বাধা অবস্থায়
নিখোঁজের পাঁচ দিন পর খোকন দাস (২৮) নামে ব্যাটারি চালিত
অটোরিকশা (ইজিবাইক) চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালগাছী মোল্লাকোয়া
গ্রামের মাঠের আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত খোকন একই
উপজেলার বড়ভাটপাড়া গ্রামের শ্যাম কুমার দাসের ছেলে। “ওই ঘটনায়
ইজিবাইকের মালিক রহিত দাস গত শুক্রবার কালীগঞ্জ থানায় একটি সাধারণ
ডায়েরি (জিডি) করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত
বুধবার বিকেল থেকে খোকন দাস নিজের ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন।
২২ জুন সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি
খোকন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
সকালে গ্রামবাসী আখক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর
পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর
হাসপাতাল মর্গে পাঠায়। “তার মুখে গেঞ্জি পেঁচানো ছিল।
ইজিবাইকটি ছিনতাই করার সময় তাকে শ্বাসরোধ হত্যার পর আখক্ষেতে
ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” ৩/৪ দিন আগে
তাকে হত্যা করা হয়েছে। যার কারণে মরদেহটি পচে গলে গেছে।
রোববার রাখালগাছী ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের আখ ক্ষেতে মুখ
বাঁধা অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়
এলাকাবাসী।প্রতিবেশি সুদেব কুমার লাশটি চার দিন ধরে নিখোঁজ
থাকা খোকন দাসের বলে সনাক্ত করেন।
ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম
জানান, গত বুধবার বিকেল থেকে খোকন দাস নিখোঁজ ছিলেন। ধারণা
করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা খোকন দাসকে শ্বাস
রোধ করে হত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে
পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলার পক্রিয়া চলছিলো।