মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর কৃষি অনুষদের নবনির্মিত শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন এবং সিলেবাসের মোড়ক উন্মোচন আজ মঙ্গলবার (১৭ই জানুয়ারী) করা হয়েছে।
ওই দিন বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে নবনির্মিত শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন এবং এবং কৃষি অনুষদের সিলেবাসের মোড়ক উন্মোচন করেন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু হাসান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মমিনুল ইসলাম মুনেম সহ আরো অনেকেই।