এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার,নোয়াখালী :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল আলম নীরব ও সাধারণ
সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নির্বাচিত করায় বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নোয়াখালী চৌমুহনীতে
আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নোয়াখালীর
প্রধান বাণিজ্য শহর চৌমুহনী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
চৌমুহনী পূর্ব বাজারে গিয়ে শেষ হয়। নোয়াখালী জেলা যুবদলের সাধারণ
সম্পাদক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাসের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলা যুবদলের
সভাপতি সামছু তীবরিজ স্বপন, পৌর যুবদলের আহবায়ক জাহের আলম লিটন,
যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, রেজাউল হক রেজু, যুবদল নেতা আজিজুর
রহমান নান্নু, চৌমুহনী পৌর ছাত্রদলের আহবায়ক রাসেদ সুমন, কলেজ
ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, মাহমুদুল হাসান রনি, মহিন
উদ্দিন ভূট্টু, বেগমগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ,
কফিল উদ্দিন সুফল ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন
প্রমূখ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক
বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, বর্তমান কেন্দ্রীয় যুবদলের নেতৃত্বের দ্বারাই
সম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা। পরে নেতা-
কর্মীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।