অনলাইন ডেস্ক ঃ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভার প্রথম দিনে হারনেসিং রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে মত তুলে ধরেন তিনি।
এর আগে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয় ‘বিশ্ব অর্থনৈতিক ফোরামে’র ৪৭তম বার্ষিক সম্মেলন। ৪ দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ সম্পর্কে সতর্ক হতে বিশ্ব নেতাদের আহবান জানান তিনি।
৫ দিনের সুইজারল্যান্ড সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও অংশ নেবেন সেমিনার ও মতবিনিময় সভায়।