মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ- নীলফামারীর সৈয়দপুরে হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার দুপুরে (১৭ই জানুয়ারি) শহরের হাওয়ালদারপাড়া থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- উপরোক্ত এলাকার মৃত আলী হোসেনের ছেলে জাবেদ আলম (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ইসমাইল (৪২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী সুত্রে জানা গেছে, মাদক বিক্রির খবর পেয়ে সৈয়দপুরের হাওয়ালদারপাড়ায় অভিযান চালিয়ে আটক করে পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।সৈয়দপুর থানার ওসি-আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।