প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুইটি
ব্যবসাপ্রতিষ্ঠানে সংঘটিত গণচুরির প্রতিবাদে গতকাল বুধবার স্থানীয়
ব্যবসায়িরা বিক্ষোভ মিছিলসহ ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করা
হয়েছে।
উপজেলার ব্যবসায়িদের সংগঠন কেন্দ্রীয় বণিক সমিতির উদ্যোগে গতকাল
বুধবার সকাল ১১টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে গত
রবিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরে সংঘটিত গণচুরির সাথে জড়িতদের
গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তিসহ গণচুরি প্রতিরোধের দাবিতে উপজেলা
নির্বাহী কর্মকর্তার কাছে সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা
হয়।
কেন্দ্রীয় বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বলেন, উপজেলা
সদরে গণচুরির ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়িরা আতঙ্কিত হয়ে পড়েছেন
তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে। গণচুরির ঘটনা ঘটলে পুলিশ এখন
পর্যন্ত প্রকৃত দোষি ব্যক্তিদের আটক করতে পারেনি। এ কারণে বাধ্য হয়ে
নিরাপত্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শনসহ ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করা
হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাতেও ব্যাপক
আলোচনা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকীম আজাদ বলেন, বহুমুখি পাইলট উচ্চ
বিদ্যালয়ের চুরি যাওয়া ঘটনার মামলায় ইতোমধ্যে দুইজনকে আটক করে জেল
হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, ব্যবসায়ি সংগঠনের
পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। তবে চুরি ঠেকাতে প্রশাসনকে সকল মহল
থেকে সার্বিক সহযোগিতা করতে হবে।
উল্লেখ্য, তিন মাস পূর্বে একই কায়দায় উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) কার্যালয় ও একটি বাড়ি, একটি খামার প্রকল্পের সঞ্চয়ী ব্যাংকেরও গ্রীল
কেটে চুরির চেষ্টা করেছিল দুস্কৃতিকারিরা।