বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী
বাল্য বিবাহ প্রতিরোধে শপথ নিয়েছে। তারা নিজেরা বাল্য বিবাহ থেকে বিরত থাকা
ছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার অঙ্গিকার করে।
ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনলাইন নিউজ পোর্টাল বাংলার প্রতিদিন ও গোপালপুর
থেকে প্রকাশিত সাপ্তাহিক পদ্মাপ্রবাহ পত্রিকার আয়োজনে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান
আনিছুর রহমানের সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও শপথ গ্রহণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলাম। বিশেষ আতিথি ছিলেন সাপ্তাহিক পদ্মাপ্রবাহের সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক।
আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, বাংলার
প্রতিদিনের নাটোর ব্যুরো প্রধান আশিকুর রহমান টুটুল, বেসরকারী উন্নয়ন সংস্থা
আলোর দিশারীর পরিচালক ফিরোজ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন
জেবুন্নেছা জুই।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম উপস্থিত ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান।