অনলাইন ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা বেগম সুমার ওপর হামলাকারী ও মামলার প্রধান আসামি বাহার উদ্দিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় জকিগঞ্জের মির্জারচক হাওরের একটি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইলেকট্রিশিয়ান বাহার উদ্দিন জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতারের পর বাহারকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহত কলেজছাত্রী সুমা জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দিনমজুর মুসলিম উদ্দিনের মেয়ে। উল্লেখ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জের ঝুমা বেগম সুমার ওপর হামলার ঘটনায় গত সোমবার সুমার মা করিমা বেগম মামলা দায়ের করেন। এর আগে গত রোববার বিকালে সিলেটের জকিগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে কালীগঞ্জ বাজারে ঝুমা ওরফে সুমাকে কুপিয়ে আহত করে বাহার উদ্দিন। আহত সুমা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।