প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে শিশুদের ডিম খাওয়া উৎসাহিতকরণ সেমিনার গতকাল
বৃহস্পতিবার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের ব্যক্তিগত
উদ্যোগে এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সহযোগিতায় আয়োজিত
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ
মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
মাওলানা মো. আফতাব উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের
মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
আনিছুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকআবু হেনা মোস্তফা কামাল, উপজেলা
প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দু সাঈদ, উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা মো. জিন্নাত আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মোরশেদ উল আলম প্রমূখ।
সেমিনারে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে
ডিম বিতরণের মাধ্যমে তাদেরকে ডিম খাওয়ার উৎসাহিত করা হয়। সেমিনারে
শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থীসহ
সুধিজন উপস্থিত ছিলেন।