ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) :
পাইকগাছার কপিলমুনিতে আর আর এফ’র কর্মী মোস্তাইনুল ইসলাম রনি
(৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে
আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল।
পুলিশ ও আর আর এফ’র কর্মকর্তা সূত্রে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা
উপজেলার কপিলমুনি বাণিজ্যিক শহরে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)
আঞ্চলিক কার্যালয় থেকে ঋণের টাকা আদায়ের জন্য মঙ্গলবার সকালে ফিল্ডে যান রনি।
কিন্তু নির্দিষ্ট সময়ে অফিসে ফিরে আসার কথা থাকলেও ফিরে না আসায় অফিস
কর্তৃপক্ষ তার মুঠোফনে যোগাযোগ করে ফোন বন্ধ পায়। তখন অন্য কর্মীরা তাকে
খুঁজতে বের হন। প্রতিদিনের রুটিন অনুযায়ী ঘটনার দিন পাইকগাছা উপজেলার
রামনগর গ্রামের মৃত তমেজ উদ্দীন মোড়লের পুত্র মোস্তফা মোড়লের বাড়িতে বসে
ঋণের টাকা আদায়ের কথা ছিল। সে অনুযায়ী অফিস কর্মকর্তা সহ অন্য কর্মীরা
সেখানে গিয়ে তাকে খুঁজতে থাকে। এক পর্যায় তার কাছে থাকা বাইসাইকেল ও
অফিসের কাগজপত্র সহ ব্যাগ মাটিতে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। তাৎক্ষনিক
তারা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরআরএফ কর্মকর্তাদের
ভাষ্যমতে, উক্ত বাড়ি থেকে মোস্তফা মোড়ল (৪৫), স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৬) ও তার
মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। নিখোঁজ এনজিও
কর্মীর বাড়ি যশোর জেলা কোতয়ালি থানার নীল গঞ্জ তাঁতি পাড়া এলাকায়। সে
রেজাউল ইসলামের পুত্র মোস্তাইনুল ইসলাম রনি। ঘটনার বিষয় আঞ্চলিক কার্যালয় আর
আর এফ’র ইউনিট ম্যানেজার প্রশান্ত মন্ডল জানান, আমার অফিসের কর্মী
নিখোঁজ এর ঘটনায় পাইকগাছা থানায় একটি জিডি করেছি। যার নং- ৬৮২,
তারিখ-১৭- ০১-২০১৭। পাশাপাশি খোঁজাখুজি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে
কপিলমুনি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) এস এম আজিজুর রহমান বলেন, খবর
পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। উক্ত ঘটনার তদন্তের স্বার্থে প্রাথমিক
জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন কে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।