সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ(এনএইচডি)
প্রকল্পের মাঠ পর্যায়ে কাজ সঠিকভাবে পরিচালনার জন্য উপজেলা শুমারী কমিটির
জোনাল অপারেশন কাজের কৌশল নির্ধারক বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা নির্বাহী
কর্মকতা(ইউএনও) মোছা: শুকরিয়া পারভীনের সভাপতিত্বে তার কার্যালয়ে
অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন
মন্ডল। এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকতা মো:আহসান রেজা ন্যাশনাল হাউজহোল্ড
ডাটাবেইজ(এনএইচডি) প্রকল্পের কৌশল নির্ধারক বিষয়ক বিভিন্ন দিক উপস্থাপন
করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের বিভিন্ন
কর্মকতা,সাংবাদিক,ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিরা।উপজেলা পরিসংখ্যান কর্মকতা
কার্যালয় সুত্রে জানা যায়,দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে
জাতীয়,আন্চলিক,ও ক্ষুদ্র এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে।সেই লক্ষে
একটি পরিবার খানাভিত্তিক এই তথ্য সংগ্রহের মাধ্যমে সরকারের ২৭টি
মন্ত্রনালয়ে তথ্যভান্ডার গড়ে তোলা হবে।আগামী মার্চ বা এপ্রিল মাসে এই
কার্যক্রম শুরু হবে।