এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে
এলজি পিস্তল সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল।
এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় এলজি, ৩ রাউন্ড কার্তুজ এবং রেজিষ্ট্রেশন বিহীন
একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে তাদের ৩ জনকে
উপজেলার শিবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাটখিল উপজেলার
শিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. রাজু মিয়া (২৫), একই উপজেলার পূর্ব দেলিয়াই
গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৫) ও শ্রীপুর গ্রামের আমির হোসেনের
ছেলে মো. সবুজ (২৪)। র্যাব-১১, সিপিসি-৩ উপ-পরিচালক মেজর মো. রেজাউর রহমান
জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী রাজু,
আবদুল খালেক ও সবুজ সহ তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে
চাটখিল ও সোনামুড়ী থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। পরে বিকেলে চাটখিল
থানায় তাদের হস্তান্তর করা হবে।