এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় হত্যা মামলাসহ ৩ মামলার পলাতক আসামী মোঃ নুরুন্নবী শান্তকে (১৯) গ্রেফতার করেছে
র্যাব-১১। বুধবার রাতে ওই উপজেলার পশ্চিম চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত, নুরুনবী শান্ত ওই উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের তথারখিল গ্রামের
মোবারক মিয়ার বাড়ির জাফর আহাম্মেদের ছেলে। র্যাব-১১, সিপিসি-৩ এর উপ-পরিচালক মেজর
মো. রেজাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে উপজেলার চাঁদপুর
থেকে নুরুনবী শান্তকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন যাবত পালাতক ছিলো। তার
বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা মামলাসহ ৩টি মামলা রয়েছে। নুরুনবী শান্ত
সোনাইমুড়ি উপজেলার আসিফুর রহমান শান্ত হত্যা মামলার ২নং আসামী। মামলা নং-১৪
তারিখ ১৯/০৬/১৬ ইং। বৃহস্পতিবার সকালে তাকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বছর ১৭ জুন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে
স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে আসিফ উদ্দিন শান্ত (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই
দিন রাত ১টার দিকে ওই ইউনিয়নের বটগ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শান্ত ওই
ইউণিয়নের বটগ্রামের মুজিব মন্সী বাড়ির সাহাব উদ্দিনের ছেলে।