আন্তরজাতিকঃ
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫ টায় (বাংলাদেশ সময় রাত ১১ টায়) তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানটির দায়িত্বে রয়েছে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস।
শপথ গ্রহণ করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প । তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবারের সদস্যরা ছাড়াও বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্টের অংশ নেয়ার কথা রয়েছে।
এর আগে বিকাল সাড়ে ৪ টার দিকে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।tra