সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
তরুণ প্রজন্ম সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে নাটোরের সিংড়ায় বাইসাইকেল স্টান্ট শো
– ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় সিংড়া কোর্ট মাঠে
চমকপদ ও আকর্ষনীয় এই খেলার উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র
জান্নাতুল ফেরদৌস। তরুণ প্রজন্ম সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা প্রভাষক
আনিছুর রহমান লিখনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাবেক ফুটবল খেলোয়াড় রকিব
হাসান, তরুণ প্রজন্ম সমাজ কল্যাণ সংস্থার বায়জীদ আহমেদ জয় প্রমূখ।
অনুষ্ঠানে রাজশাহী, নাটোর ও সিংড়ার প্রায় অর্ধ শতাধিক খেলোয়াড়
সাইকেলের বিভিন্ন চমকপদ খেলা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন।