যারা কোরআন শরিফ পোড়ায়, যারা মসজিদের মধ্যে আগুন লাগায় দেয়, যারা
নীরহ মানুষকে খুন করে, পেট্রোল বোমা দিয়ে খুন করে, নীরিহ মানুষকে খুন
করেছে, তারা এখন গর্তে আছে। আমরা কিন্তু গর্তে যাই নাই। আমরা কিন্তু মরনের
ভয় করি না। যেমন- লিটন। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক,
তারা শেখ হাসিনার আদর্শকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেয়ার জন্য। আমরা সেই
রাজনীতি করি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন আ’লীগ
আয়োজিত প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শোক সভায় প্রধান অথিতির
বক্তব্যে এসব কথা বলেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা ২ আসনের এমপি
মাহবুব আরা বেগম গিনি।
বৃহঃপতিবার সন্ধ্যায় ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দের
সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় তিনি আরো বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর
স্বপরিবারকে হত্যা করে খুনিরা টেলিভিশনের পর্দায় ঘোষণা দিয়েছিল। তিনি
জামায়াতি ইসলামকে উদ্দেশ্য করে বলেন- খুনিরা ৫ জন একা পেয়ে লিটনকে গুলি করে
হত্যা করেছে, কি রকম কা-পূরুষ তারা। আমরা আপনাদের কে সাথে নিয়ে এসবের
মোকাবেলা করবো। সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সাধারণ
সম্পাদক- আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র ও শহর আ’লীগের সভাপতি
এ্যাড. শাহ্ধসঢ়; জাহাঙ্গির কবির মিলন, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা
আ’লীগের সাধারণ সম্পাদক- গোলাম মোস্তফা আহমেদ। ধোপাডাঙ্গা ইউনিয়ন
আ’লীগের সাধারণ সম্পাদক- আব্দুর মালেক বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন- মহিলা আ’লীগ নেতা- হাফিজা বেগম কাকলী, সুন্দরগঞ্জ পৌর
আ’লীগের সভাপতি- আহসানুল করিম চাঁদ, সিনিয়র সহঃ সভাপতি এটিএম
মাসুদুল ইসলাম চঞ্চল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক- রেজাউল আলম রেজা
প্রমুখ।