পীরগঞ্জ(ঠাকুরগাঁও ) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে মুঠোফোনে। গত সোমবার
এক অপরিচিত নম্বর(০১৭১০৭১৮৫২৫) থেকে পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট
এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও পীরগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত
ক্রিয়া সম্পাদক জাতীয় দৈনিক ভোরের কাগজের পীরগঞ্জ সংবাদদাতা ও
স্থানীয় সাপ্তাহিক বাংলার আলো প্রতিনিধি জাকির হোসেনকে ফোন
দিয়ে প্রাণনাশের হুমকি দেয় অজানা এক ব্যক্তি। পরবর্তীতে সে নাম্বারে
ফোন দেওয়া হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। সাংবাদিক জাকির হোসেন
জানায়, অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে তাঁকে অশ্লিল ভাষায়
গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। সাংবাদিকতা না ছেড়ে দিলে তাঁকে
প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় সেই অজানা ব্যক্তি। মোবাইল
ফোনে হুমকি দেওয়ার সেই রেকর্ডিং সাংবাদিক জাকিরের কাছে
সংগৃহিত আছে। সেই কল রেকর্ডিংয়ের কথোপকথনে সেই অপরিচিত
ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করে নিজের পরিচয় গোপন রাখে। জাকির
হোসেন সাংবাদিকতা ছেড়ে না দিলে তাঁকে পীরগঞ্জ থেকেও চিরদিনের
জন্য বিদায় করে দেওয়ার হুমকি শোনা যায় কল রেকর্ডিংয়ে । এবিষয়ে
সাংবাদিক জাকির হোসেন বলেন,‘ প্রাথমিক ভাবে বিষয়টি পীরগঞ্জ
প্রেসক্লাবেরর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অনলাইন জার্নালিস্ট
এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়ে রেখেছি।’
এ বিষয়ে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি বিষ্ণুপদ রায়
বলেন,‘সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়টি আমরা সহজ ভাবে
নিচ্ছি না। বিষয়টি দেখা হচ্ছে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা
নেওয়া হবে।’ তিনি আরও জানান এর আগেও সংবাদ সংক্রান্ত জের ধরে
সাংবাদিক জাকির হোসেন এর উপর হামলা করে দুর্বৃত্তরা।