এখন থেকে যুক্তরাষ্ট্রের নীতি হবে সবার আগে আমেরিকা। বললেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ও স্থানীয় সময় বিকেল ৫টায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিজেদের সক্ষমতা ফিরে পাবেন। আমি মার্কিন নাগরিক। এখন থেকে আমেরিকার একনীতি। তা হচ্ছে সবার আগে আমেরিকা। যুক্তরাষ্টের অবস্থান বিশ্বের কাছে আরো শক্তিশালী করবো।
নতুন প্রেসিডেন্ট বলেন, সব মানুষকে নিয়ে দেশ পরিচালনা করবো। জনগণের সবযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গড়বো। অবকাঠামোসহ সব ক্ষেত্রে মার্কিন জনগণই কাজ করবে। কারণ দেশের গণতন্ত্র সুসংহত রাখার কৃতিত্ব সব মার্কিন নাগরিকের।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করায় বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানান।